মাগুরা প্রতিদিন ডটকম: শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে মাগুরা শহরের কালিমন্দির থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য ৠালিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু অংশ নেন।
জেলার বিভিন্ন এলাকা আসা প্রায় ৩০ হাজার ভক্ত ঢাকা, ঢোল, কাশি বাশি ও ঝাঝড় বাজিয়ে এ শোভাযাত্রাটি সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।