মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা শনিবার বিকালে শহরে হাতি এবং ৫শ মিটার দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেছে।
শহরের জামরুল তলা থেকে বের হওয়া র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। র্যালিতে হাজার হাজার সমর্থক ভূভুজেলা বাজিয়ে, জার্সি পরে ও পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানায়।
র্যালির আয়োজকদের মধ্যে মীর সুমন, মোহামেডান শেখ সহ অন্যান্য সমর্থকরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে মাগুরার মহম্মদপুরেও আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তরা দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে।