আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ২:১৩

ব্রেকিং নিউজ :

মাগুরায় হোটেলে বিক্রি হয় মরা মুরগির মাংস!

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হোটেলে বিক্রির জন্যে প্রস্তৃতকৃত প্রায় ৫শতটি মরা মুরগির মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় জড়িত মুরগি ব্যবসায়ীকে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাগুরা পৌরসভার স্যানিটারি বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত শহরের পুরাতন বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকান থেকে বিভিন্ন হোটেলে রান্নার কাজে ব্যবহারের জন্যে প্রস্তৃতকৃত ৫শটি মরা মুরগির অন্তত ৪শ কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলাম কৌশলে পালিয়ে গেলে ভ্রাম্যমান আদালত তার ছেলে রেজোয়ানকে আটক করে।  দুপুরের পর ছেলেকে আটকের খবর পেয়ে অসাদু ব্যবসায়ী রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতে আত্মসমর্পন করে দোষ স্বীকার করলে তাকে করাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অভি দাশ বলেন, অভিযান থেকে আটককৃত মুরগি ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করায় তাকে নির্দিষ্ট কারাদণ্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology