মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহারাওয়ার্দি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়েছে।
২৭ এপ্রিল ২০১৯ তারিখ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুসরণ না করে মাগুরা হোসেন শহীদ সোহারাওয়ার্দী কলেজ কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হলো। এই সিদ্ধান্তকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান অনুমোদন দিয়েছেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।