আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৩

ব্রেকিং নিউজ :

মাগুরায় ১১ দফা দাবি বাস্তবায়নে জেলা গণকমিটির প্রচারপত্র বিলি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় দূর্যোগ মোকাবিলায় মাগুরা জেলা গণকমিটির পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করা হয়েছে। ১১ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাজার, কেশব মোড় ও জজ কোর্ট এলাকায় প্রচার পত্র বিলি করা হয়। প্রচারপত্রে সন্নিবেশিত দাবিসমূহ হচ্ছে-

১|         ত্রাণসামগ্রীর পরিমাণ বৃদ্ধি, ত্রাণের আওতা ও ত্রাণ বিতরণের জন্য গ্রহীতার সংখ্যা বাড়াতে হবে। যেন কেউ ত্রাণ বঞ্চিত না হয়।
২।        ত্রাণ বিতরণে দুর্নীতি দলীয়করণ বন্ধ করতে হবে। করোনা দুর্যোগ মোকাবিলায় দলীয়করণ বাদ দিয়ে সর্বদলীয় গণকমিটি গঠন করতে হবে।
৩|        দরিদ্র, নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী প্রতিটি পরিবারকে একটি বিশেষ ওএমএস কার্ড প্রদান করতে হবে।
৪|         দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন শ্রমজীবী প্রতিটি পরিবারকে ন্যূনতম ৬ মাস আর্মি রেটে রেশন বরাদ্দ করতে হবে।
৫|         মাগুরা জেলা সরকারি হাসাপাতালে অবিলম্বে করোনা টেস্টের ব্যবস্থা করে প্রতিদিন নমুনা পরীক্ষা আরও বাড়াতে হবে, আইসিইউ ও কমপক্ষে                 ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে।
৬|        সরকার নির্ধারিত দামে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।
৭|         ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিতদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৮|        শিক্ষা প্রতিষ্ঠান সচল না হওয়া পর্যন্ত মাগুরা জেলা সকল মেস ভাড়া মওকুফ করতে হবে।
৯|         গর্ভবতী মা ও ৫ বছরের নিচের শিশুদের জন্য শিশুখাদ্য, ওষুধসহ বিশেষ বরাদ্দ করতে হবে।
১০|       নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী, গৃহকর্মী, সেলুন কর্মী (নরসুন্দর), হোটেল কর্মী, হস্তশিল্পী, স্বর্নকার, দর্জি শ্রমিক, পরিবহণ শ্রমিকসহ দুর্যোগে               বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পেশাজীবীদের বরাদ্দ দিতে হবে। এবং
১১|       মাগুরা টেক্সটাইল মিলের ছাঁটাইকৃত শ্রমিকদের আর্থিক বরাদ্দ ও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে ।

এ বিষয়ে মাগুরা জেলা গণকমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফিরোজ বলেন, এই দূর্যোগ মোকাবেলায় আমাদের যৌক্তিক ১১টি দাবি জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের মাধ্যমে জানিয়েছি। দাবি বাস্তবায়নের মাধ্যমে জেলার সাধারণ মানুষের সুরক্ষায় আমরা প্রচারপত্র বিলি করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology