আজ, বুধবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ

মাগুরায় ১৫ বছর পর বিএনপির তিন গ্রুপ এক মঞ্চে

মাগুরা প্রতিদিন ডটকম : দীর্ঘ ১৫ বছর পর বিএনপি’র দ্বিধাবিভক্ত তিনটি গ্রুপ একমঞ্চে উঠলেন। জেলা কমিটি গঠন উপলক্ষে শনিবার মাগুরায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিবাদমান জেলা বিএনপির তিনটি গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেন।

মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সদস্য জয়ন্ত কুমার কুন্ডু ও নেওয়াজ হালিমা আরলি।

খুলনায় বেগম খালেদা জিয়ার জনসভায় অংশগ্রহণের ঘটনা নিয়ে ২০১০ সালের ১০ এপ্রিল মাগুরায় বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। শহরে বোমা বর্ষন, হামলা পালটা হামলার ঘটনা ঘটে। তারপর থেকে প্রতিপক্ষের দায়েরকৃত মামলার কারণে দলের মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। এ ঘটনার দীর্ঘ ৬ বছর পর ২০১৬ সনের ৩০ নভেম্বর বুধবার সৈয়দ আলি করিমকে আহ্বায়ক করে মাগুরা জেলা বিএনপির ১৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও এতদিনেও সেটি সম্ভব হয়নি। এদিকে জেলা বিএনপি’র নির্বাচিত আহ্বায়ক আলি করিম গত বছরের ১০ ডিসেম্বর মারা যান। এ অবস্থায় জেলা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল এবং জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের অনুসারিরা অংশ নেন।

এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি ইমদাদুল হক সোনা, অধ্যক্ষ মতিউর রহমান, মোজাফর হোসেন টুকু, আশরাফুল আলম, বদরুল আলম হিরো, অ্যাড. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মহম্মদ আলি, খান হাসান ইমাম সুজা, বিএনপি নেতা ফারুক আহমেদ বাবুল, শাহেদ হাসান টগর, আমিনুর রহমান পিকুল, কিজিল খান প্রমূখ।

বক্তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মাগুরা জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি দলীয় চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology