আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৯

ব্রেকিং নিউজ :

মাগুরায় ১৮ র্মাচ-১১ এপ্রিল হাম-রুবেলা টিকা দেয়া হবে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এবার ১ লক্ষ ৯৭ হাজার ৩৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে এ তথ্য জানিয়েছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। চলতি মাসের ১৮-২৪ মার্চ পর্যন্ত ১ম সপ্তাহে জেলার ১ হাজার ৪৪৭ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৮ মার্চ-১১ এপ্রিল পর্যন্ত ২য় সপ্তাহে জেলায় ৭৬ হাজার ৫৬০টি কমিউনিটি কেন্দ্রগুলোতে এ টিকাদান কর্মসূচি চলবে।

অন্যান্যের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বক্তব্য রাখেন মাগুরা। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ সাংবাদিক অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology