মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং ইসলামী ফাউণ্ডেশনের শিক্ষকদের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন খাদ্য সহায়তা দিয়েছেন।
বিকালে সংসদ সদস্য মাগুরা সিদ্দিকীয়া মাদরাসা প্রাঙ্গণে সদর উপজেলার ৩শত ২৮ জন এবং দুপুরে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২শত ৬ জনের মধ্যে নগদ ৫শত টাকা এবং চার কেজি আটা, এক লিটার তেল, এক কেজি লবন এবং এক কেজি চিনি বিতরণ করেন।
মাহে রমজানকে সামনে রেখে সংসদ সদস্য এই সহায়তা দেন বলে জানিয়েছেন ইসলামী ফাউণ্ডেশনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।