মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পদকসহ অন্যান্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার ১৫ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৫টি পদে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) নুরুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) শেখ গোলাম নবী শাহীন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাম্মদ অজেদা সিদ্দিকী, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ শ্রী অমিত মিত্র, গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ। নির্বাহী সদস্য পদে মোহাম্মদ মশিয়ার রহমান, জাহাঙ্গীর কবীর, মির্জা হাফিজ. মিতা খাতুন, আবু মুসা এবং এবিএম তরিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
সমিতির ২৫০ জন আইনজীবী ভোটারের মধ্যে ১৪৬ জন নির্বাচনে ভোট দেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু এ ফলাফল ঘোষণা করেন।