মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলি মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মাগুরা জেলা আওয়ামীলীগ নেতা রোস্তম আলি বেশ কিছুদিন যাবত শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন জটিলতায় ভূগছিলেন।
কয়েকদিন আগে চক্ষু অপারেশনের জন্যে তিনি ঢাকায় জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিত্সাধিন অবস্থায় তিনি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি সহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মরহুমের মরদেহ মাগুরা পৌঁছানোর পর বুধবার দুপুরের পর নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।