মাগুরা প্রতিদিন ডটকম : পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জভূক্ত আসামি মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার দুপুর তিনটার দিকে সদর থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রহিম মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতদের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জভূক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়নার মোড় হাজিরোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রহিম নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে সংঘবদ্ধ হচ্ছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে। যার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।