আজ, বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৯:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরার দারিয়াপুর কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির দু’ গ্রুপে ব্যাপক সংঘর্ষ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অব্যাহতিতে মহম্মদপুরে আনন্দ মিছিল মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন মাগুরায় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি মাগুরায় ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন মাগুরায় গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শ্রীপুরে নবান্ন উৎসব

মাগুরা জেলা জাসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনীকে সভাপতি, সমীর চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্যে ৫৫ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা জাসদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কাজী জিন্নাতুল নূর, দেলোয়ার হোসেন দিলু, বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস এবং মোঃ আতিয়ার রহমান জোয়ার্দার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মোঃ খলিলুর রহমান। কমিটির অন্যান্য পদে রয়েছেন- এড. মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), আনিসুর রহমান (কোষাধ্যক্ষ), মুন্সী আবদুল হাকিম (দফতর সম্পাদক), নূরুল আমিন বিশ্বাস (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আবুল হোসেম মোল্লা (সমবায় সম্পাদক)মনোরঞ্জন মন্ডল (সমাজসেবা সম্পাদক), এড. আমেনা বেগম লাবনী (নারী বিষয়ক সম্পাদক), শুকুর আল মামুন (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), শাহিনুর রহমান মুন্না (শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক), মশিয়ার রহমান (কৃষি সম্পাদক), অধ্যাপক শ্যাম অধিকারী ( শিক্ষা সম্পাদক), এড. কাজী লুৎফর রহমান (আইন বিষয়ক সম্পাদক), মাসুদুর রহমান (স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক), মীর আব্দুর রাজ্জাক রাজা(স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক), নিরাপদ বিশ্বাস (সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক), বি এ হাকিম ( পরিবেশ বিষয়ক সম্পাদক)। আকবর হোসেন সর্দার সহসম্পাদক হিসেবে রয়েছেন- এড. তসলিমা আকতার পপি, মোঃ ওবায়দুল ইসলাম, অধ্যাপক প্রখর রঞ্জন বিশ্বাস, তন্দ্রা অধিকারী, আকবর হোসেন সর্দার।

সদস্য হিসেবে রয়েছেন জাহিদুল আলম, জাহিদ রহমান, আবু হানিফ মোল্লা, মুন্সী মইনুর ইসলাম, রহমত আলী, মুন্সী হেদায়েতুল ইসলাম, অঞ্জলী বিশ্বাস, অপর্ণা রায়, এড. দিলীপ রায়, উৎপল অধিকারী, ফারুক হোসেন বিশ্বাস, অলিয়ার রহমান, গিরিন মন্ডল, সুনীল বিশ্বাস।

এ ছাড়া উপজেলা কমিটি ও পৌর কমিটিসমূহের প্রতিনিধি হিসাবে মাগুরা জেলা কমিটিতে অন্তভর্ক্ত হয়েছেন আজিজুর রহমান (পৌরসভা), বেলাল হোসেন (পৌরসভা), রমন চক্রবর্তী ( সদর), তৌহিদ উজ্জামান (সদর), ইমারত হোসেন (শ্রীপুর), মোহিত সেন (শ্রীপুর), বিপুল সরকার (শালিখা), শেখ মাফিউল ইসলাম (শালিখা), সুমিত সাহা (মহম্মদপুর), আমিনুল ইসলাম মাসুদ (মহম্মদপুর)।

গত ৯ নভেম্বর শনিবার মাগুরার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা জাসদের বণার্ঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলের অন্যতম রুপকার, জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম। এ ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় নারী জোটের আহবায়ক এবং জাসদের সহ-সভাপতি আফরোজা হক রীণা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক  রোকনুজ্জামান রোকন, মাগুরা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology