মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের গেট থেকে এক কৃষক পরিবারের ৪ সদস্যকে অপহরণ এবং ২ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় জড়িত বাবুখালি ইউনিয়ন ছাত্রলীগ কর্মি সাজ্জাদ হোসেন সাচ্চু এবং ইমনকে পুলিশ আটক করেছে।
শুক্রবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুকান্ত অধিকারি শিশির ও প্রচার সম্পাদক জিবলু মোল্যার নেতৃত্বে ছাত্রলীগ কর্মি সাচ্চু, ইমন, নয়ন ও টুটুল মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের মাজেদ মোল্যা, তার ছেলে ইমামুল, আজিজুল এবং ভাতিজা হায়দারকে অস্ত্রের মুখে অপহরণ করে।
পরে তারা শহরের দোয়ারপাড় এলাকায় একটি বাগানে নিয়ে ওই কৃষক পরিবারের ৪জনকে আটকে রেখে ২ লাখ টাকা চাদা আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই কৃষক পরিবারকে উদ্ধার করে।
এ সময় ছাত্রলীগ কর্মি সাচ্চু এবং ইমন আটক হলেও অন্যরা পালিয়ে যায়।
কৃষক পরিবারের পক্ষ থেকে ৬ জনকে আসামি করে আজ শুক্রবার মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল বলেন, অপহরণের ঘটনা জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।