মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলার চেয়ে পার্শ্ববর্তি জেলা যশোর এবং ঝিনাইদহের করোনা পরিস্থিতি বেশি নাজুক। বিধায় মাগুরা জেলাকে ওইসব জেলার সংক্রমন থেকে দূরে রাখতে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক।
বুধবার মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম অফিসিয়াল ফেসবুক ওয়ালে ওই নির্দেশ জারি করেছেন।
সোমবার পর্যন্ত মাগুরায় মোট চার ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শণাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকা এবং নরসিংদি থেকে আগত গার্মেন্টস কর্মি। অপরজন যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের বাসিন্দা।
মাগুরার শালিখা উপজেলার আদাডাঙা গ্রামের জামে মসজিদে ইমামতির দায়িত্বে থাকা অবস্থায় সোমবার তাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শণাক্ত করা হয়।