মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে মাগুরা পৌরসভা বুঝে পেলো সুপেয় পানি শোধনাগার প্লাান্ট।
বুধবার মাগুরা পৌর এলাকাবাসির জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ৯ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত পানি শোধনাগার প্লান্ট পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মাগুরা-যশোর সড়কের পাশে শিমুলিয়া এলাকায় স্থাপিত এ পানি শোধনাগার প্লান্টটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হিরকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যের প্রকৌশলী জিনারুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মাহবুবুল ইসলাম, আরম হোসেন, সহকারি প্রকৌশলী আবুল হাসনাতসহ অন্যরা।
জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, এ পানি পরিশোধনাগারটি সর্বাধুনিক প্রযুক্তিতে ৪টি স্তরে প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার ভুগর্ভস্থ পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহ করতে সক্ষম।
মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এটি মাগুরাবাসির দীর্ঘদিনের দাবি। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী এ পানি শোধনাগারটির উদ্বোধন করেন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ প্লান্টটি থেকে সরবরাহকৃত সকল প্রকার জীবানুমুক্ত পানি গ্রাহকরা পাবেন বলেও আশা করি।