আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪৯


মাগুরা প্রতিদিন সহ আরও ৫১ নিউজ পোর্টাল অনুমোদন পাচ্ছে

মাগুরা প্রতিদিন ডটকম : জনপ্রিয় ফ্রিল্যান্সার সাংবাদিক মুক্তিযুদ্ধের গবেষক জাহিদ রহমান সম্পাদিত এবং বাম ধারার রাজনীতিবিদ জাহিদুুল আলম প্রকাশিত সাধারণ মানুষের আস্থার ঠিকানা জনপ্রিয় অনলাইন মাগুরাপ্রতিদিনডটকম সহ দেশের আরো ৫১টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচন করা হয়েছে।

দু-একদিনের মধ্যে তথ্য মন্ত্রণালয় এই তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত এই পোর্টালগুলোর তালিকা আগামী রোব অথবা সোমবার প্রকাশ করা হতে পারে।

যেসব অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পাচ্ছে সেগুলো হচ্ছে, পিপিবিডিডটনিউজ, বিডিনিউজ২৪ডটকম, বাংলানিউজ২৪ডটকম, বার্তা২৪ডটকম, সারাবাংলাডটনেট, নিউজবাংলা২৪ডটকম, নিউজনেক্সটবিডিডটকম, বিডিজার্নালডটকম, ঢাকা জার্নালডটকম, বাংলা ইনসাইডারডটকম, একুশেপত্রিকাডটকম, রেডটাইমসডটকমডটবিডি, এবিনিউজ২৪ডটকম, ডেইলি বাংলাদেশডটকম, বাংলারখবর২৪ডটকম, ভাওয়ালনিউজ২৪ডটকম, নিউজফ্ল্যাস২৪বিডিডটকম, ভিনিউজবিডিরকম, লালসবুজেরকণ্ঠডটকম, ঢাকানিউজ২৪ডটকম, এনার্জিবাংলাডটকম, হাওয়ারবার্তা২৪ডটকম, মুক্তিনিউজ২৪ডটকম, সুখবরডটকম, মাগুরাপ্রতিদিনডটকম, বিডিসমাচার২৪ডটকম ও আমার হেলথডটকম।

এছাড়া এশিয়ানমেইল২৪ডটকম, আইনিউজডটকম, জয়নিউজবিডিডটকম, নিউজজি২৪ডটকম, একুশেসংবাদবিডিডটকম, ডেইলিক্যাম্পাসডটকম, এমপিনিউজডটকমডটবিডি, সবুজবাংলাদেশডটকম, ডেইলিলোকালয়ডটকম, ই-বার্তা২৪৭ডটকম, ডিজিটালখবরডটকম, সিএনআইবিডিডটনেট, নিউজটুনারায়ণগঞ্জডটকম, নিউজ২৪বিবিডিডটনেট, বাংলাদেশবুলেটিনডটকম, পাঙ্কুরিনিউজডটকম, সময়েরকণ্ঠস্বরডটকম, শুভপ্রতিদিনডটকম, চট্টগ্রামপ্রতিদিনডটকম, আনন্দপত্রডটইনফো, বাংলাদেশগ্লোবালডটকম, বাংলা৫২নিউজডটকম, নিউজগার্ডেনবিডিডটকম ও নিউটার্ন২৪ডটকম নিবন্ধনের অনুমতি পাচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ৩৪টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। আর গত ৩ সেপ্টেম্বর ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হাতে পাওয়ার ভিত্তিতে ধারাবাহিকভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগেই জানিয়েছেন।

অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়। তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর গত ১ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধন করে স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালানোর ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology