আজ, বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

ব্রেকিং নিউজ :

মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির লাল কুরির ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা প্রেসক্লাব, নতুন বাজার স্মৃতি সংঘ ও আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠের সভাপতি মিহির লাল কুরি শনিবার সকাল সাড়ে ১০ টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় মস্তিস্কে রক্তক্ষণে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুটি কন্যা ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়াহহাব, মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক মো: আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

মিহির লাল কুরি দীর্ঘদিন মাগুরা আদর্শ কলেজে শিক্ষকতা শেষে অবসর গ্রহণের পর মাগুরা শহরের নতুন বাজারে নিজ বাড়িতে পাঠশালা নামে একটি শিশু বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন।

তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology