মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাগুরা প্রেসক্লাব। বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এ সময় সাংবাদিক খান শরাফত হোসেন, অধ্যাপক সাইদুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, অলোক বোস, দেলোয়ার হোসেন, রাশেদ খান, এস আলম তুহিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
গত কয়েক বছর ধরে সাধারণ অসহায় দুঃস্থ মানুষের মাঝে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্বল বিতরণ করে আসছে মাগুরা প্রেসক্লাব।