মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, অধ্যাপক এমএম সরোয়ার উদ্দিন, খালিদ হাসান, তারিকুল ইসলাম হিরক।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা অংশ নেয়।