মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন গৃহিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬ টা ১ মিনিটে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এবং ভায়নার মোড় এলাকায় এক মিনিটের জন্যে ব্লাক আউট করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি উদযাপন করে।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মহিলা পরিষদ ছাড়াও জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থিরা অংশ নেয়।