মাগুরা প্রতিদিন : মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন মাগুরা-১ আসনের নতুন সংসদ সদস্য সাকিব আল হাসান।
শনিবার দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়ক সংলগ্ন শহরতলীর পারলা-গোয়ালখালী মৌজার ২৫ একর জমি সরেজমিনে পদির্শন করেন সাকিব। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
২০১৮ সালের ২৬ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ঘোষণা দেন। সেই অনুযায়ী ২০১৯ সালে প্রথম শিক্ষাবর্ষে কলেজে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। ইতেমধ্যে মাগুরা মেডিকেল কলেজে ৬ষ্ট ব্যাচের ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন চলছে। বর্তমানে কলেজটির ছাত্র-ছাত্রী সংখ্যা তিন শত।
ইতোপূর্বে মাগুরা মেডিকেল কলেজের জন্যে গোয়ালখালী মৌজার নাম প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত সেটি চুড়ান্ত হয়নি। হয়নি একনেকে অনুমোদনও। ফলে কলেজের নিজস্ব জায়গা অধিগ্রহণ, স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণ না হওয়ায় কলেজের পাঠদান ব্যহত হচ্ছে।