মাগুরা প্রতিদিন ডটকম : শুক্রবার মাগুরা মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতিসভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার অলোক কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইফুজ্জামান শিখর বলেন, চিকিত্সা সেবা একটি মানবিক পেশা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চিকিত্সকদের দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মাগুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দ্বিতীয় ব্যাচের পরিচিতি ও বরণ অনুষ্ঠিত হলো।