মাগুরা প্রতিদিন ডটকম : সংক্রমন বেড়ে যাওয়ায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে মাগুরা শহর এবং মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল ইসলাম এবং মহম্মদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা রামানন্দ পাল লক ডাউনের ঘোষণা জারি করেন।
ঘোষণা অনুযায়ী, জরুরী পরিসেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া খাবার ও ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সেখানে।
প্রচার মাইকের মাধ্যমেও জনসমাগম সীমিতকরণের বিষয়ে শহর ও মহম্মদপুর উপজেলা এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।
রবিবার সন্দেহভাজন ৫৯ জন রোগীর নমুনা পরীক্ষায় ২১ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক ডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত মাগুরায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন।
এই লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।