মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুকে ব্যথ নিয়ে হাসপাতালে মৃত রোগির করোনা উপসর্গ ছিল বলে জানা গেছে। ৮৫ বছর বয়স্ক ওই ব্যক্তির বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী পুর্ব মুন্সিপাড়ায়।
বুকে ব্যথার কথা বলে ওই ব্যক্তি শনিবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। কিন্তু দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যর আগে তিনি তিনি জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন বলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকগণ জানিয়েছেন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বয়স্ক ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।