মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা মাগুরা-১ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার সকালে তিনি আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মনোনয়ন বুথ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ সাহা এর আগে ২০১৯ সনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলা থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পঙ্গজ সাহা বলেন, ছাত্রাবস্থায় বিএনপি-জামাতের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। পরবর্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হিসেবে বিগত সময়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রতিদান হিসেবে জননেত্রী আমাকে মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দিয়েছেন। মাগুরা জেলার সাধারণ মানুষের সুখে-দু:খেও সব সময় পাশে থেকেছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সভানেত্রী আমাকে বা যাকেই দলীয় প্রার্থী নির্বাচন করুন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে নৌকা প্রতীককে বিজয়ী করতে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করবো।
মাগুরা-১ আসনের প্রার্থী হতে এর আগে এ আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব, ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, রূপপুর প্রকল্পের বিশেষজ্ঞ প্রকৌশলী ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি,
শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মিরুল ইসলাম দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।