মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা পঙ্কজ সাহা রবিবার মাগুরা শহরের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণ সংযোগ চালিয়েছেন।
গণসংযোগ কালে পঙ্কজ সাহা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাদের কাছে লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয় হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে দরিদ্র শব্দটি দুর করে দিবেন। ভুমিহীনদের মাথা গোজার জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন। সর্বোপরি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সভানেত্রি সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামি নির্বাচনে সরকার গঠনে নৌকা মার্কা প্রতিককে আবারো বিজয়ী করার আহ্বান জানান তিনি।