মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে সংসদ সদস্য প্রার্থি হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর।
২৫ নভেম্বর রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপ এড. সাইফুজ্জামান শিখরের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
সাইফুজ্জামান শিখরের মনোনয়নের খবরে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
এদিকে এড. সাইফুজ্জামান শিখরের মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ সংসদ নির্বাচন। এ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়াহহাব।