মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন চেয়েছেন জেলার শ্রীপুরের আলোচিত রাজনৈতিক নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি।
১৮ নভেম্বর শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবু্ল্লাহ হোসেন মিয়া কুটি ঢাকায় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি মুক্তিযুদ্ধের শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল প্রতিদ্বন্দ্বিতা শেষে ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর নির্বাচিত হন।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী তারিকুল আলমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
মাগুরা সদর (৪টি ইউনিয়ন বাদে) ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, ক্রীকেটার সাকিব আল হাসান ছাড়াও এ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, পঙ্কজ সাহা, রূপপুর প্রকল্পের বিশেষজ্ঞ প্রকৌশলী ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি এবং মাগুরা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মিরুল ইসলাম দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।