মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে সোমবার ‘মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনী’র সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোল্যা নবুয়ত আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে মরহুমের উপর স্মৃতিচারণ করেন মাগুরা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, উপজেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলীনূর মোল্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাইফুজ্জামান শিখর এমপি মরহুম মোল্যা নবুয়ত আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।