মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ন্যায় বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষের সেই অধিকার নিশ্চিত করণে মাগুরা লিগ্যাল এইড কাজ করছে। আপনার পাশেই আছি আমরা। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে অবশ্যই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।
শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কল্পে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি কথাগুলো বলেন।
সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণ এবং লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চালানো হচ্ছে নানা প্রচারণা। চলছে নিয়মিত বিভিন্ন ইউনিয়নে উদ্বুদ্ধকরণ সভা। তারই অংশ হিসেবে শনিবার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হলো এই মতবিনিময় সভা।
মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় এবং সহকারী জজ জনাব অনুশ্রী রায় এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঈচ-উজ্জামান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, পিপি এ্যাড. কামাল হোসেন, বিটিভি সাংবাদিক নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু সিদ্দিকী প্রমুখ।
সভায় দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দ্বারিয়াপুর ইউনিয়ন কিশোরী ফুটবল দল মাগুরা জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের ১১ জন কিশোরী ফুটবলারকে পুরষ্কার প্রদান করেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান।