আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৪:০২

ব্রেকিং নিউজ :

রাজনীতি থেকে অবসর নিলেন মাগুরা জেলা জাপা সভাপতি খান জিয়াউল হক

মাগুরা প্রতিদিন ডটকম : রাজনীতি থেকে অবসর নিলেন মাগুরা জেলা জাতীয় পার্টির সভাপতি খান জিয়াউল হক। হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশে রাজণৈতিক দল হিসেবে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হলে তিনি মাগুরায় জাতীয় পার্টিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর খান জিয়াউল হক এই দলের রাজণৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে শেষ দিন পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার সকালে প্রবীন রাজণৈতিক নেতা খান জিয়াউল হকের অবসর গ্রহণ উপলক্ষে মাগুরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এড. রতন কুমার মিত্রের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. হাসান সিরাজ সুজা।

বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন রবিউল হক মিঠু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আছাদুজ্জামান, শ্রীপুর উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম সরোয়ার, মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খসরুল আলম খসরু, শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয় যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবির, জাতীয় ওলামা পার্টির সভাপতি হাজী আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী নওশের আলী, ৪নং বগিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাক্তার ওহিদূজ্জামান সাহিদ, মুক্তার হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মীর মোঃ আলাউদ্দিন, মাষ্টার খলিলুর রহমান, এড. ফরিদ হোসেনসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology