মাগুরা প্রতিদিন : বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) মাগুরার মেয়ে নাসরিন মুক্তি মারা গেছেন।
স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডার নাসরিন মুক্তি দীর্ঘ দিন থেকে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে নাসরিন মুক্তির বয়স হয়েছিল ৪৯ বছর।
লন্ডন হাই কমিশনে যোগ দেওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
নাসরিন মুক্তির গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে। তিনি খেতাবপ্রাপ্ত বীর প্রতীক জালালউদ্দিনের মেয়ে।
তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মো: আবু নাসির বেগ শোক প্রকাশ করেছেন।