মাগুরা প্রতিদিন ডটকম : দুই জেলার সীমান্তে মাগুরা-ঝিনাইদহের দুই সংসদ সদস্যকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত সংসদ সদস্যরা হচ্ছেন মাগুরা-১ আসনের এড. সাইফুজ্জামান শিখর এবং ঝিনাইদহ-১ আসনের আবদুল হাই।
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগ শুক্রবার বিকালে মাগুরা ও ঝিনাইদহ জেলার সংযোগস্থল লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম মোল্যার সভাপতিত্বে এবং অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উভয় সংসদ সদস্যকে দুই জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এড. রাশেদ মাহমুদ শাহিন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মধ্য রাত পর্যন্ত বিশিষ্ট ফোক শিল্পী শফি মণ্ডলসহ আরো অনেকে সঙ্গীত পরিবেশন করেন।