মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যদের সাথে শপথ নিয়েছেন।
সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাগুরার মানুষের জন্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মাগুরা-১ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান।
উপস্থিত সাংবাদিকরা নতুন সংসদ সদস্য হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে সাকিব আল হাসান বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’
সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।