আজ, বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৮

ব্রেকিং নিউজ :

শর্মিলা রহমানের মা মারা গেছেন

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা বিএনপির প্রয়াত যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর বোন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের মা মুকরেমা রেজা মারা গেছেন।

মৃত্যুকালে মুকরেমা রেজার বয়স হয়েছিলো ৭১ বছর।

রবিবার (৬ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরা জেলা বিএনপির প্রয়াত নেতা সৈয়দ মোকাদ্দেস আলীর আমেরিকা প্রবাসী মেয়ে সৈয়দা মৌসুমীর ফেসবুক স্টাটাস থেকে জানা যায়, এসইউএফ মুকরেমা রেজা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মায়ের অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology