মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে ডাকাতেরা।
মঙ্গলবার গভীর রাতে শালিখা উপজেলার চতিয়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনমথ বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
অবসর প্রাপ্ত পুলিশ সদস্যর পুত্র সুমন বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে মুখোশ পরা দুজন তার ঘরের মধ্যে প্রবেশ করে। ডাকাতেরা তার ও তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে কথা বলতে নিষেধ করে। পরে তারা বাড়ির অন্যান্যদের হাত ও মুখ বেঁধে মারধোর করে ৪০ হাজার টাকা ও বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে ডাক চিৎকারে প্রতিবেশিরা তাদের উদ্ধার করলেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদলকে সনাক্ত করার চেষ্টায় পুলিশ সদস্যরা কাজ করছে বলেও তিনি জানান।