মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ডিবি পুলিশ বৃহস্পতিবার শালিখার নাঘোসা গ্রাম থেকে ১শ ৮০ পিস ইয়াবা সহ ইমামুলকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আমানত মোল্যার ছেলে।
পুলিশ জানায়, নাঘোসা গ্রামের ইমামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা এবং ১০০ সিসি’র একটি বাজাজ মটর সাইকেল উদ্ধার করা হয়।