মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার ফটকি নদীতে মঙ্গলবার অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কুচিয়া ও শিং মাছের ৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
বেসরকারি সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
শালিখার চুকিনগর গ্রামের ফটকি নদীর পাড়ে গঙ্গাস্নান ঘাটে মত্স্য অবমুক্তকরণের আগে এডিআই এর জোনাল ম্যানেজার আলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভির রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম চৌধুরী, গোলাম সারোয়ার জাহান, তানভির আলম প্রমুখ।
এ সময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, মত্স্যজীবিগণ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।