মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতি মোকাবিলায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার শনিবার দুপুরে শালিখা উপজেলার পুলুম, বুনাগাতী ও বাউলিয়া এলাকায় ২ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণ কালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমুখ সংসদ সদস্যের সঙ্গে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে নানা নির্দেশনা প্রদান করেন।