মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার শতখালি মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় মধ্যবয়সি এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার সকালে এলাকাবাসি শতখালি পিয়াল ব্রিকসের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বিক্ষিপ্ত ঘোরাফেরা করতো। সে মস্তিষ্ক বিকৃত বলে জানা গেছে। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি স্পষ্ট নয়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।
তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।