মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শালিখা উপজেলা মুক্তাঙ্গনে আয়োজিত ২ দিন ব্যাপী শিশু মেলা বুধবার শেষ হয়েছে।
মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর পাশাপাশি আলোচনা সভা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, দেশাত্ববোধক সঙ্গীত ও কবিতাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াচুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রানী মল্লিক ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান প্রমুখ।
মঙ্গলবার মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুবুর রহমান, মাগুরা সিভিল সার্জন ডাঃ মুন্সী মোঃ ছাদুল্লাহ, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকুমারেশ চন্দ্র গাছি।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।