মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শালিখা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বাসুদেব কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর বিরেন শিকাদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু।
বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শ্যামল কুমার দে।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারবৃন্দ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।