মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জেলা সম্মেলনকে সামনে রেখে শুক্রবার সকালে মাগুরার শালিখায় প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আড়পাড়া সম্মিলনী কলেজ প্রাঙ্গণে শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ শালিখা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত জাসদের কর্মী ও নেতৃবৃন্দ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আসন্ন সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।