মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের পালপাড়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর শেখ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইজিবাইক চালক অন্তর একই উপজেলার দেশমুখপাড়া গ্রামের তাইজেল শেখের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে অন্তর বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে বুনাগাতি বাজারে যায়। কিন্তু ৯ টার পর থেকেই সে নিখোঁজ ছিল। বিকালে হরিশপুর গ্রামের পাল পাড়ায় একটি নির্জন বাগানের মধ্যে এলাকাবাসি গলাকাটা অবস্থায় তার লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, দুপুরের আগে কোনো এক সময় দা দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত ইজিবাইক দুটি মোবাইল ফোন এবং পকেটে টাকা পয়সাও রয়েছে। বিধায় পুরণো কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।