আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৮


শালিখায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গর্ভবতি মায়েদের জন্যে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় মঙ্গলবার শতাধিক গর্ভবতী মাকে  দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন  এর ব্যবস্থাপনায় ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা বিনামূল্যে দেয়া হয়। একইসঙ্গে করোনা সন্দেহভাজন কোন রোগী থাকলে তাদের নমুনা পরীক্ষা করা হয় বলে জানায় আয়োজকরা।

যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারীর মেজর নাজমুন নাহার জানান-সেনা প্রধানের নির্দেশে করোনা কালে গর্ভবতী নারীদের যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হচ্ছে। এই কার্যক্রম দেশের দূর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে সকলেই খুশি। সেবা নিয়ে আসা ‍মায়েরাও বেশ উপকৃত হবেন বলে আশাবাদি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology