মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার আড়পাড়া সদরে শালিখা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু।
বঙ্গবন্ধুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুবক্তা জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শতখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রনজীৎ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মুন্সী মিজানুর রহমান, আব্দুল কাদেরসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।