মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় শালিখা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরজ আলি বিশ্বাস সহ ২৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তাদের বহিস্কারের বিষয়টি চূড়ুান্ত করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক এবং উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে বলে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু স্বাক্ষরিত বহিস্কারাদেশ থেকে জানা গেছে।
বহিস্কৃতরা হচ্ছেন, মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আলি আহম্মেদ মিন্জু, মিজানুর রহমান পলাশ ও সঞ্জয় কুমার, বিনেদাপুর ইউনিয়নের সাকিবুল ইসলাম, দীঘা ইউনিয়নের মুস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান ও আলী রেজা, রাজাপুর ইউনিয়নের শাখারুল ইসলাম ও শহিদুল ইসলাম সাগর, বালিদিয়া ইউনিয়নের পাননু মোল্যা, মহম্মদপুর সদর ইউনিয়নের ইকবল আকতার কাফুর উজ্জ্বল ও ইউসুফ শেখ, পলাশবাড়ীয় ইউনিয়নের রবিউল ইসলাম ও সেকেন্দার আলী, নহাটা ইউনিয়নের তৈয়েবুর রহমান, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আরজ আলি বিশ্বাস, ধনেশ্বরগাতি ইউনিয়নের গোলাম সরোয়ার মল্লিক, শতখালি ইউনিয়নের আকবর আলি ও কামাল হোসেন, তালখড়ি ইউনিয়নের শামসুর রহমান, শালিখা ইউনিয়নের আনিচুর রহমান ও আলতাফ হোসেন, বুনাগাতি ইউনিয়নের ইমদাদুল মোল্যা এবং গঙ্গারামপুর ইউনিয়নের শামসুর রহমান।
মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু জানান, উল্লেখিত বহিস্কৃত প্রার্থীদের পক্ষে দলীয় কোনো নেতা-কর্মী নির্বাচনী কাজে অংশ নিলে তাদেরকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হবে।