মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলা নির্বাচন অফিসে গ্রিল কেটে অজ্ঞাত দূস্কৃতকারিরা ভিতরে প্রবেশ করলেও ক্ষয় ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারিরা অফিসে গিয়ে গ্রিল এবং লকার ভাঙা দেখতে পান। তবে কোনো কিছু চুরি হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে পারেননি তারা।
শালিখা উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী জানান, অফিসের ল্যাপটপ সহ মূল্যবান ডিভাইসসমূহ অন্যত্র রাখা হয়েছিলো। রাতের কোনো এক সময়ে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করলেও কিছু চুরি হয়নি বলে ধারণা করা যাচ্ছে।
এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ বিভাগও বিষয়টি তদন্ত করছে বলে তিনি জানান।