নিজস্ব প্রতিবেদক: আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে গ্রীণলাইফ ন্যাচারাল হেলথকেয়ার বর্তমানে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন সময়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে জনগণের সুস্বাস্থ্য রক্ষায় তাদের নতুন নতুন উৎপাদিত আয়ুর্বেদিক ঔষধ ইতিমধ্যেই সর্বত্র সমাদৃত হয়েছে।
সম্প্রতি ক্ষয়রোগ, যক্ষা, প্রমেহ, শ্বাস, কাশ, কফরোগ ও অপুষ্টি প্রশমকে গ্রীণলাইফ ন্যাচারাল হেলথকেয়ার নতুন আয়ুর্বেদিক ঔষধ জিএল-চ্যবন উৎপাদন করে বাজারজাত করেছে।
বেড়েলা, বিল্ব, শ্যোণাক, গাম্ভারী, পারুল, কাঁচা আমলকির নির্যাস, বিশুদ্ধ মধু এবং অন্যান্য ওষধি গুণ সম্পন্ন উপাদান সহযোগে তৈরি করা হয়েছে চ্যবন প্রাশ- জিএল-চ্যবন।
গ্রীণলাইফ ন্যাচারাল হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, আয়ুর্বেদের অন্যতম মনীষি মহর্ষী চ্যবন তার নিজের জ্বরাব্যধি দূর করার জন্য একটি ফর্মূলা উদ্ভাবন করেন যা তার নামানুসারে চ্যবনপ্রাশ নামকরণ করা হয়। চ্যবনপ্রাশ স্বাস্থ্য সুরক্ষায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাজার বছরের পরীক্ষিত একটি ওষুধ। তিনি আরও বলেন, আমরা ওষুধ প্রশাসনের অনুমোদন সাপেক্ষ্যে মহর্ষী চ্যবন-এর ফর্মুলা পুক্সখানুপুক্সখভাবে অনুসরণ করে জিএল চ্যবন বাণিজ্যিক নামে ওষুধ বাজারে এনেছি। জিএল চ্যবন শ্বাসতন্ত্রের রোগব্যধির বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে।
চ্যাবনপ্রাশ জিএল-চ্যবন সংগ্রহে ০১৭৩০৪৭৬৮৬১ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে গ্রীণলাইফ ন্যাচারাল হেল্থকেয়ার কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।