মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ‘ছোট নদীতে’ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
মহেশপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয়সহ মোট ৫টি নৌকা অংশ গ্রহণ করে। আর নৌকা বাইচকে গিরে বসে গ্রামীণ মেলা।
এ উপলক্ষে সকাল থেকেই এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে ভিড় জমায়। হাজার হাজার মানুষের উৎসবমুখর উপস্থিতি নদীর দ্’ুতীরকে দৃষ্টিনন্দন করে তোলে।
নৌকাবাইচ শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপিস্থতি ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন কানন, জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিয়ারুল শেখ, সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক মুজাহিদ শেখ।
রাজবাড়ির জেলার বালিয়াকান্দি উপজেলার আব্দুল করিমের নৌকা ‘হিরার তরী’ প্রথম, রাজবাড়ির কশবা এলাকার সামছুদ্দিনের একতা এক্সপ্রেস দ্বিতীয় ও একই এলাকার লালন শাহের নৌকা তৃতীয় স্থান লাভ করে।